Site icon Jamuna Television

সারা বিশ্বেই ধর্ষণ বেড়েছে, এটা নৈতিক অবক্ষয়: কাদের

করোনাকালে সারা বিশ্বেই ধর্ষণ ও নির্যাতনের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলছেন, এ সময়টাতে সার্বিকভাবে মানুষের নৈতিক অবক্ষয় ঘটেছে।

সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের। বলেন, ধর্ষক ও নির্যাতনকারীদের কোন ছাড় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরাধী যে দলেরই হোক কাউকেই ছাড় দেয়া হবে না।

বর্তমানে বাজারের অস্থিরতা ও সরকারের অবস্থান ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, বাজারে সিন্ডিকেট আছে, তবে সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি নয়। দ্রব্যমূল্যর দাম বর্ষাকালে কিছুটা বৃদ্ধি পায়। তবে শীঘ্রই তা কমে আসবে বলে জানান তিনি।

সাম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির পুর্ননির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Exit mobile version