Site icon Jamuna Television

বাজার মনিটরিং এ ব্যর্থতা নয়, দাম বৃদ্ধির জন্য দায়ি বন্যা ও করোনা: বাণিজ্যমন্ত্রী

নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বেড়েছে গেলো দুই দশকে সব্বোর্চ। তবে এই অবস্থার জন্য বাজার মনিটরিং এ ব্যর্থতা নয় বরং নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য বন্যা ও করোনাকে দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী।

অথচ করোনায় মানুষের আয় কমেছে প্রায় ২০ ভাগ। এ অবস্থায়ও বাজার স্থিতিশীল রাখতে পারছে না বাণিজ্য মন্ত্রনালয়। অনেকটাই জিম্মি আমদানিকারক, পাইকারদের সিন্ডিকেটের কাছে। যদিও এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন বাণিজ্য মন্ত্রী।

মন্ত্রী জানান, এক সপ্তাহে আলুর দাম কমবে। নিয়ন্ত্রণে আসবে পেয়াজের দামও। সেইসাথে, বাজার স্থিতিশীল রাখতে চলবে ভোক্তা অধিকারের অভিযানও। তবে উৎপাদন বৃদ্ধি ছাড়া দাম নিয়ন্ত্রণ করা কঠিন বলে জানান টিপু মুনশি।

দাম নিয়ন্ত্রণের চেয়ে বাণিজ্যমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন উৎপাদন বৃদ্ধির উপর। কোন পণ্যের জন্য কোন দেশের উপর বাংলাদেশ আর এককভাবে নির্ভরশীল থাকতে চায় না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

Exit mobile version