Site icon Jamuna Television

বাগেরহাটের ৫’শ বাড়ি ও চিংড়ি ঘের পানিতে ভেসে গেছে

বাগেরহাট প্রতিনিধি:

বঙ্গোপসাগরে নিম্মচাপের প্রভাবে দেশের দক্ষিণের জেলা বাগেরহাটে গত দু’দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন অঞ্চলের পাঁচ শতাধিক বাড়িঘর, চিংড়ি ঘের ও পুকুর পানিতে তলিয়ে গেছে।

তলিয়ে যাওয়া এলাকার মাধ্যে মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের খেজুরবাড়ী এলাকা, শরণখোলার উপজেলার তাফালবাড়ী এলাকা, রামপাল উপজেলার নিম্নাঞ্চল, বাগেরহাট সদর, চিতলমারী, ফকিরহাট ও মংলা উপজেলার নিম্নাঞ্চল রয়েছে। এ সকল অঞ্চলের অনেক ঘরে পানি প্রবেশ করায় রান্না করা ও খাওয়ায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে বাগেরহাট মৎস্য ও কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে, কিছু মানুষের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মাঠপর্যায়ে লোকেরা তালিকা তৈরি করার কাজে ব্যাস্ত থাকায় কি পরিমান ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি। প্রকৃত তথ্য জানাতে কয়েকদিন লেগে যাবে বলে জানায় কতৃপক্ষ।

Exit mobile version