Site icon Jamuna Television

বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ায় বরিশালের নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করায় অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

নৌ-ট্রাফিক বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। আবার কোনো লঞ্চ বরিশাল নদীবন্দরে যাত্রী নিয়েও আসেনি।

এদিকে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে বরিশালের কীর্তনখোলাসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Exit mobile version