Site icon Jamuna Television

বাগেরহাট পৌর মেয়রের দুর্নীতির অনুসন্ধানে দুদক

বাগেরহাট পৌর মেয়র হাবিবুর রহমান।

খুলনা ব্যুরো:

বাগেরহাটের বর্তমান পৌর মেয়র খান হাবিবুর রহমানের অনিয়ম, দুর্নীতির মাধ্যমে লোকবল নিয়োগ ও অর্থ আত্মসাতের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ২৫ অক্টোবর সকালে অনুসন্ধান স্বার্থে বেশ কিছু রেকর্ডপত্র ও তথ্যের সত্যায়িত ফটোকপি দুদক খুলনার সহকারী পরিচালক করুণ কান্তি ঘোষের কাছে জমা দিতে বলা হয়েছে।

দুদক জানিয়েছে, পৌর মেয়র থাকা অবস্থায় খান হাবিবুর রহমান পৌরসভার মালিকানাধীন বিভিন্ন মার্কেটের দোকান বরাদ্দের লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় সরাসরি, চুক্তিভিত্তিক ও মাস্টাররোলে জনবল নিয়োগ দিয়েছেন।

দুদক আরও জানিয়েছে, পৌর মেয়রের বিরুদ্ধে ২০১৪-১৫ অর্থ বছরে ২ কোটি টাকা বরাদ্দে ডায়াবেটিকস হাসপাতাল, আবাহনী ক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণ, পুরাতন রেল লাইনের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক। খান হাবিবুর রহমানের কাছে পাঠানো দুদকের দেয়া চিঠিতে অনুসন্ধান স্বার্থে প্রয়োজনীয় কাগজপত্র ও রেকর্ডপত্রের সত্যায়িত কপি চাওয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version