Site icon Jamuna Television

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব

ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও ১৯৮৩ সালের বিশ্বকাপ জেতা দলের অধিনায়ক কপিল দেবের অবস্থা ভালো নয়। হৃদরোগে আক্রান্ত হয়ে নয়া দিল্লির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, কপিল দেবের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। কপিল দেব এখন বিপদমুক্ত এবং তিনি সুস্থ্য আছেন। তার অসুস্থতার কথা ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। তার সুস্থতা কামনা করেছেন সমর্থকরা।

জানা গেছে, কপিলের বর্তমান অবস্থা স্থিতিশীল। আগামী দু-এক দিনের মধ্যে হাসপাতাল থেকে তিনি ছাড়া পেতে পারেন।

কিংবদন্তি এই ক্রিকেটারের অসুস্থতায় ভারতীয় ক্রিকেট অঙ্গনে উদ্বেগ নেমে এসেছে। কপিলের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন গৌতম গম্ভীর, অনীল কুম্বলে, সুরেশ রায়নারা।

Exit mobile version