Site icon Jamuna Television

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের উপহার ১০০ ভেন্টিলেটর

করোনাভাইরাসে আক্রান্তসহ অন্যান্য গুরুতর রোগীদের চিকিৎসায় যুক্তরাষ্ট্র সরকারের উপহারস্বরূপ পাঠানো ১০০টি ভেন্টিলেটর বাংলাদেশে এসে পৌঁছেছে।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ‘সবাই যখন কোভিড-১৯ মহামারি উত্তরণে একত্রে কাজ করছি তখন সম্পূর্ণ নতুন ও মানসম্পন্ন এসব মেশিন অসংখ্য মানুষের জীবন বাঁচাবে।’

এর আগেই মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ভেন্টিলেটর উপহার দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

ইউএইচ/

Exit mobile version