Site icon Jamuna Television

ফের দ্বৈত চরিত্রে শাহরুখ

ফের দ্বৈত চরিত্রে শাহরুখ

করণ অর্জুন, ডুপ্লিকেট, ওম শান্তি ওম— এই তিন সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। নতুন একটি ছবিতেও দুটি ভূমিকায় দেখা যাবে তাকে। খবর- এই সময়।

শাহরুখের হাতে থাকা ছবির মধ্যে একটির পরিচালক দক্ষিণ ভারতের অ্যাটলি। এক প্রতিবেদনে জানায়, অ্যাকশন ধর্মী এই ছবিতে ডবল রোলে দেখা যাবে কিং খানকে। নাম প্রকাশ না হওয়া ওই ছবিতে শাহরুখকে দেখা যাবে গোয়েন্দা সংস্থার কর্মকর্তার চরিত্রে যিনি বেরিয়েছেন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরতে। সেখানে বাবা ও ছেলে দুই চরিত্রেই রয়েছেন তিনি।

তবে বাবার চরিত্রে নিজেকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ভারী প্রসথেটিক মেকআপের সাহায্য নিতে হবে শাহরুখকে। এর আগে ‘ফ্যান’ ছবির জন্য এ ধরনের মেকআপ নিতে হয় থাকে। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে ২০২১ সালের প্রথম দিকে শুটিং ফ্লোরে যাবে এই ছবি।

Exit mobile version