Site icon Jamuna Television

নিজেকে কম বর্ণবাদী প্রেসিডেন্ট হিসেবে দাবি ট্রাম্পের!

জো বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রে কট্টর মুসলিমদের সন্ত্রাসী কার্যকলাপ নতুন মাত্রা পাবে। শুক্রবার ফ্লোরিডার জনসমাবেশে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর একদিন আগেই প্রতিদ্বন্দ্বীর সাথে শেষ টিভি বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট নিজেকে ইতিহাসের সবচেয়ে কম বর্ণবাদী প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন।

ভিলেজ পোলো ক্লাবে বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, বিতর্কে প্রেসিডেন্ট পদের জন্য নিজের অযোগ্যতা প্রমাণ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী। অন্যদিকে, ডেলাওয়্যারে দেয়া ভাষণে বিনামূল্যে করোনার ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দেন বাইডেন। প্রেসিডেন্ট হলে মহামারি নিয়ন্ত্রণে তুলে ধরেন নিজের পরিকল্পনা। বলেন, অর্থনীতি সচল রেখেই নিয়ন্ত্রণ করবেন ভাইরাসের বিস্তার।

রয়টার্সের জরিপ বলছে, নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডায় দু’নেতার প্রচারণার পর সামান্য ব্যবধানে ট্রাম্পকে পেছনে ফেলেছেন বাইডেন।

Exit mobile version