Site icon Jamuna Television

আবারও ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন

যুক্তরাষ্ট্রে আবারও কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন। চূড়ান্ত ধাপের পরীক্ষামূলক প্রয়োগে পৌঁছেছে প্রতিষ্ঠান দু’টি।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন- FDA’র অনুমোদন পেয়ে, শুক্রবার থেকে ট্রায়াল পুনরায় চালু করে তারা। স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়ায় সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে ট্রায়াল স্থগিত করে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান- অ্যাস্ট্রাজেনেকা। একই কারণে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের ট্রায়ালও স্থগিত হয় গেলো সপ্তাহে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে যৌথ গবেষণায় যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষা চালাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা।

Exit mobile version