Site icon Jamuna Television

দক্ষিণখানে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

প্রতীকী ছবি।

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, স্বামীর সাথে কলহের জেরে আত্নহত্যার ঘটনা ঘটতে পারে। তিন মাস আগে বিবি ফাতেমা নামে ওই নারী একটি ধর্ষণের মামলাও করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে দক্ষিণখান থানা পুলিশ জানায়, তিন মাস আগে বিবি ফামেতা তার বাড়ির মালিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করে। সেই মামলায় সাক্ষী নিয়ে স্বামী শেখ রাসেলের সাথে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাত দুইটায় স্বামীর সাথে তার ঝগড়া ও মারামারি হয়। সে কারণে আত্নহত্যার মত ঘটনা ঘটতে পারে।

Exit mobile version