Site icon Jamuna Television

কিছু সমস্যার কারণে সড়ক আইন পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না: কাদের

করোনা পরীক্ষায় মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে: কাদের

ফাইল ছবি।

কিছু বাস্তব সমস্যার কারণেই সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে ব্র্যাক ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে এক ভার্চুয়াল আলোচনায় একথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, হাইওয়ের পুলিশের পর্যাপ্ত জনবল না থাকায় মহাসড়ক থেকে থ্রি হইলার সরানোও সম্ভব হচ্ছে না।

এসময় মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা আনতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ ইতিবাচক। আগামী তিন বছরে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও জানান ওবায়দুল কাদের। এসময় তিনি বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি সড়ক দুর্ঘটনাকে মহামারির সাথে তুলনা করেন।

Exit mobile version