Site icon Jamuna Television

আদমদীঘিতে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

বগুড়া ব্যুরো:

বগুড়ার আদমদীঘিতে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আদমদীঘি থানা বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁগামী একটি জিপে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নারায়ণগঞ্জ থেকে গাঁজা বহনকারী একটি জিপ নওগাঁর বদলগাছী যাচ্ছে এমন খবর পেয়ে শনিবার দুপুরে আদমদীঘি থানা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ।

তিনি বলেন, এ সময় ওই জিপ থেকে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলমগীর, আব্দুর রহিম এবং রিপনকে আটক করা হয়। আটক তিনজন দীর্ঘদিন ধরে উত্তরের বিভিন্ন জেলায় গাঁজাসহ বিভিন্ন মাদক বেচাকেনা করে আসছিলো বলেও জানান এই কর্মকর্তা।

ইউএইচ/

Exit mobile version