Site icon Jamuna Television

নাটোরে ভ্যানচালক হত্যার ঘটনায় দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরে ভ্যানচালক বিদ্যুৎ হত্যার ঘটনায় রিপন হোসেন এবং দুলাল প্রামাণিক নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ২০ অক্টোবর বিকেলে বিদ্যুৎ সরকার তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়। এরপর সন্ধ্যায় হাতিয়ান্দহ বাজার থেকে মটগ্রাম যাওয়ার কথা বলে রিপন, দুলাল ও মামুন নামে তিন ছিনতাইকারী ভ্যানটি ভাড়া করে। ভ্যানটি দুই এলাকার মাঝামাঝি নির্জন স্থানে পৌঁছালে তিন ছিনতাইকারী বিদ্যুৎকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, এরপর হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নামে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রাম থেকে রিপন ও দুলালকে গ্রেফতার করা হয়। ছিনতাইকৃত ভ্যানটি সদর উপজেলার গোকুল নগর এলাকার এক দোকান থেকে উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে অভিযুক্ত মামুন পলাতক রয়েছে। তাকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ইউএইচ/

Exit mobile version