Site icon Jamuna Television

পোল্যান্ডের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

পোল্যান্ডের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রজেজ ডুডা। শনিবার দেশটির প্রেসিডেনশিয়াল মিনিস্টার এক টুইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর- বিবিসি।

তবে প্রেসিডেন্ট ডুডার শারীরিক অবস্থা ভালো বলে মন্ত্রী ব্লেজেজ স্পাইচালস্কি জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট শুক্রবার করোনাভাইরাসের পরীক্ষা করান। তার ফলাফল পজেটিভ এসেছে। তবে তিনি ভালো আছেন। আমরা চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

পোল্যান্ডে করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় নতুন করে সংক্রমণে শুক্রবার দেশটিতে রেকর্ড হয়। এদিন ১৩ হাজার ৬০০ এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শনিবার থেকে আরও বেশি কড়াকড়ি আরোপ করেছে পোলিশ সরকার। দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে রেস্টুরেন্ট এবং বার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটিতে ১৫৩ জন মারা গেছেন। করোনায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ হাজার ১৭২ জন।

Exit mobile version