Site icon Jamuna Television

কুড়িগ্রামে পূজায় নতুন পোষাক পেলো শতাধিক হরিজন শিশু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জেলা পুলিশ সুপারের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক দলিত হরিজন ও রবিদাস সম্প্রদায়ের শিশুরা পেলো পূজার নতুন পোষাক।

শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশ বিভাগ হলরুমে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কান্তি রায়, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও তার ব্যাচমেট ব্যবসায়ী আব্দুল হাসিবের ব্যক্তিগত উদ্যোগে কুড়িগ্রাম এলজিইডি এলাকার বস্তিতে বসবাসরত দলিত সম্প্রদায়ের ১ বছর থেকে ১২ বছর পর্যন্ত ছেলে ও মেয়েদের মাঝে এসব নতুন পোষাক বিতরণ করা হয়। পুঁজায় নতুন পোষাক পেয়ে খুশি শিশুরাসহ তাদের পরিবারের লোকজন।

Exit mobile version