Site icon Jamuna Television

গড়াই নদীতে শেখ রাসেল নৌকা বাইচ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি:

গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে শ্রীপুর উপজেলার চর-চৌগাছির ঘসিয়াল এলাকার গড়াই নদীতে হয়ে গেল শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার বিকেলে চর চৌগাছী ও ঘসিয়াল গ্রামবাসীর উদ্যোগে, গড়াই ক্লাবের আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতায় শ্রীপুর, রাজবাড়ি, ঝিনাইদহ ও ফরিদপুরের ১১টি নৌকা অংশ নেয়।

তুমুল উত্তেজনাপূর্ণ ৩টি বাইচের মধ্য থেকে বিচারকদের রায়ে রাজবাড়ির লালন শাহ নৌকা ১ম, শ্রীপুরের তুফান নৌকা ২য় ও সোনারতরী নৌকা ৩য় স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ১ম স্থানকে ১২৫ সিসি টিভিএস মোটর সাইকেল, ২য় স্থান অধিকারীদের ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ৩য় অধিকারীদেরকে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার প্রদান করেন।

এসময় মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, আয়োজক কমিটির প্রধান মো. লিটন বিশ্বাস উপস্থিত ছিলেন। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোলাইমান মোল্ল্যার সভাপতিত্বে চর চৌগাছি গড়াই ক্লাব শেখ রাসেল নৌকা বাইচের আয়োজন করে।

Exit mobile version