Site icon Jamuna Television

ব্লাইন্ড ডেটে ২৩ আত্মীয়কে নিয়ে উপস্থিত প্রেমিকা!

ব্লাইন্ড ডেটের ডিনারে ২৩ আত্মীয়কে নিয়ে উপস্থিত প্রেমিকা!

এক মহিলার সঙ্গে আলাপের পর ব্লাইন্ড ডেটের জন্য ডেকেছিলেন চীনের এক ব্যক্তি। ডেটে গিয়ে তিনি দেখলেন ওই মহিলা তার ২৩ জন আত্মীয়কে নিয়ে এসেছেন। রোমান্স তো দূর, তাদের সবাইকে খাওয়াতে গিয়ে ওই ব্যক্তির খরচ হয়েছে ২ লাখের বেশি টাকা। সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিকের ‘উদারতার’ পরিচয় পেতেই নাকি এই কাণ্ড করেছিলেন ওই মহিলা। খবর- আনন্দবাজার পত্রিকা।

২৯ বছরের ওই ব্যক্তির নাম লিউ। তিনি চীনের ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা। ওই মহিলার সঙ্গে আলাপের পর তার সঙ্গে নিভৃত সময় কাটানোর কথা ভেবেছিলেন। সে জন্যই ক্যান্ডেল-লাইট ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। রেস্তোরাঁতে অপেক্ষা করার সময় যখন দুর্দান্ত একটা ডেটের কথা ভাবছিলেন, তখনই আত্মীয়দের নিয়ে হাজির হন ওই মহিলা।

তা দেখে বেজায় অস্বস্তি হলেও কিছু বলতে পারেননি লিউ। ওয়েটার যখন বিল আনেন তা দেখে তো মাথায় হাত। সেখানে ২৫ জনের বিল হয়েছিল ১৯ হাজার ৮০০ ইউয়ান। বাংলাদেশি টাকায় যা প্রায় আড়াই লাখ টাকা।

এই ঘটনার কথা চীনের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভেসে আসছে বিভিন্ন রকম মন্তব্য। ঘটনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন নেটাগরিকরা।

Exit mobile version