Site icon Jamuna Television

গাজীপুরে পোশাক কারখানায় অসুস্থ শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানায় এক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় জিএম এন্ড জেসি কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। নিহত মজিদুল ইসলাম (৩২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার চাঁদপুর সিঙ্গা গ্রামের আনসার আলীর ছেলে।

নিহতের সহকর্মীরা জানায়, সুয়িং অপারেটর মফিদুল ইসলাম শনিবার সকালে যথারীতি কাজে যোগদান করে। কিছুক্ষণ পর তার পেটে ও বুক ব্যথা অনুভব করলে সুপারভাইজারের কাছে ছুটি চান। সুপারভাইজার ছুটি না দিয়ে কারখানার মেডিকেলে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার কিছুক্ষণের মধ্যেই মফিদুল মারা যায়। মৃত্যুর পর সহকর্মীরা কারখানার সামনে বিক্ষোভ করে।

গাজীপুর মেট্টোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

Exit mobile version