Site icon Jamuna Television

একই দিনে তিন ব্যাটেলগ্রাউন্ডে চলছে ট্রাম্পের প্রচারণা

একই দিনে তিন ব্যাটেলগ্রাউন্ডে চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা। শনিবার সুইং স্টেট নর্থ ক্যারোলাইনা, ওহাইওর পর উইসকনসিনে সমাবেশ করবেন তিনি।

নর্থ ক্যারোলাইনায় করোনাভাইরাস ইস্যুতে আবারও ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বাইডেনকে নিয়ে উপহাস করেন ট্রাম্প। যথারীতি দাবি করেন, করোনার অস্তিত্ব শেষের পথে। এর আগে ফ্লোরিডায় আগাম ভোট দেন বর্তমান প্রেসিডেন্ট। আগাম ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বলেন, গোপনীয়তা আর নিরাপত্তা নিশ্চিত করে চলছে ভোটগ্রহণ।

আরেক গুরুত্বপূর্ণ রণক্ষেত্র পেনসিলভানিয়ায় প্রচারণা চালাচ্ছেন বাইডেন। মহামারির সময় সুপারস্প্রেডার না হয়ে উঠতে সংযত আচরণের আহ্বান জানান সমর্থকদের। শনিবার বাইডেনের ড্রাইভ ইন র‍্যালিতে ছিল কনসার্টের আয়োজন। যাতে অংশ নেন সুপারস্টার গায়ক জন বনজোভি।

Exit mobile version