Site icon Jamuna Television

গাজীপুরে পূজা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে পূজা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কামারজুরীর আক্তার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর পূর্বপাড়া এলাকার মন্তু মিয়ার ছেলে।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে পূজা দেখতে স্থানীয় আদেপাশা ঠাকুরবাড়ি সার্বজনীন মন্দিরে যায় হাসান। সেখানে মণ্ডপ ঘুরে দেখার সময় মণ্ডপে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version