Site icon Jamuna Television

ড্র নিয়েই মাঠ ছেড়েছে ম্যান সিটি ও চেলসি

বিগ ম্যাচে জয় পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসির কেউই। গোল শূন্য ড্র হয়েছে দুই দলের এই ম্যাচ। ওয়েস্ট হ্যামের সাথে ড্র করেছে ম্যানচেস্টার সিটিও। তবে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে লিভারপুল।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙ্গার একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রেড ডেভিলরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের জার্সি গায়ে অভিষেক হয় উরুগুইয়ান এডিনসন কাভানির। ল্যাম্পার্ড শিষ্যরাও পেয়েছিলেন ম্যাচে এগিয়ে যাবার সুযোগ। তবে টিমো ওয়ার্নার-পুলিসিচরা ব্যর্থ হওয়ায় গোল শূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।

৬ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে চেলসি আর ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Exit mobile version