Site icon Jamuna Television

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রায়হানের মায়ের আমরণ অনশন

ছেলে হত্যার বিচারের দাবিতে সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সামনে আমরণ অনশনে বসেছেন নিহত রায়হানের মা সালমা বেগম।

রোববার সকাল সাড়ে ১১টায় আমরণ অনশনে বসেন তিনি। এ সময় সালমা বেগম, পুলিশ ফাঁড়িতে নির্যাতনে ছেলের মৃত্যু হয়েছে বলে আবারও অভিযোগ করেন।

তিনি বলেন, দু’জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত এখনও ধরা-ছোঁয়ার বাইরে। জড়িত সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি চালাবেন বলেও জানান তিনি।

এদিকে, রায়হান হত্যার বিচারের দাবিতে বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করেছে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি। বিক্ষোভ শেষে বন্দরবাজার ফাঁড়ির সামনে রায়হানের মায়ের আমরণ অনশন কর্মসূচির সাথে একাত্মতা জানান ব্যবসায়ী নেতারা।

ইউএইচ/

Exit mobile version