Site icon Jamuna Television

লেবাননে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বিজয়’ দেশে ফিরেছে

লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বিজয়’ দেশে ফিরেছে।

রোববার সকালে চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছালে নাবিকদের স্বাগত জানান নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। ভূ-মধ্যসাগরের লেবাননে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালন করায় নৌ সদস্যদের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করে দক্ষতা দেখিয়েছেন সবাই।

২০১৭ সালের ১ ডিসেম্বর লেবানন গিয়েছিল ‘বিএনএস বিজয়’ নামের জাহাজটি। এ বছরের ৪ আগস্ট লেবাননের বৈরুত বন্দরে একটি ওয়্যারহাউজে ভয়াবহ বিস্ফোরণে তা ক্ষতিগ্রস্ত হয়।

ইউএইচ/

Exit mobile version