Site icon Jamuna Television

আশুলিয়ায় মিনি ক্যাসিনোর সন্ধান, আটক ২১

এবার সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনোর সন্ধান পেয়েছে র‍্যাব-৪। গতকাল রাতে সেখানে অভিযান চালিয়ে মাদক ও মিনি ক্যাসিনোর ইলেকট্রনিক বোর্ড জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ২১ জুয়াড়িকে।

র‍্যাব জানায়, অসাধু লোকজন ক্যারাম খেলার আড়ালে ক্যাসিনোসহ মাদক সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মিনি ক্যাসিনো জুয়ার আসর থেকে প্লেয়িং কার্ডসহ ১টি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশী বিয়ার, ২২টি মোবাইল এবং নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-৪ এর সিইও মোজাম্মেল হক জানান, বেশির ভাগ নিম্ন আয়ের মানুষরা অল্প টাকায় এখানে ক্যাসিনো খেলতো। তিনি জানান, ক্যাসিনোর এসব সামগ্রী কারা, কীভাবে এনেছে এসবই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version