Site icon Jamuna Television

হিন্দুস্তান একটি হিন্দু রাষ্ট্র, ১৩০ কোটি নাগরিক সবাই হিন্দু: আরএসএস প্রধান

এবার ভারতের ১৩০ কোটি নাগরিকের সবাইকে হিন্দু ও ভারত একটি হিন্দুরাষ্ট্র বলে মন্তব্য করেছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভগবত। খবর ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া’র।

বিজয়া দশমী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে যেয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি হিন্দুত্ব ইস্যুসহ লাদাখ ও সিএএ নিয়েও কথা বলেন।

মোহন ভগবত বলেন, ‘হিন্দুস্তান একটি হিন্দু রাষ্ট্র। হিন্দুত্বের গন্ধেই ভারতের স্বীয় ভাবনা লুকিয়ে রয়েছে। আমাদের সমাজ সংস্কৃতির ভাবনা এই ভাবধারাতেই নিযুক্ত’

তিনি বলেন, ‘দেশের ১৩০ কোটি মানুষই হিন্দু তবে এর মানে এই নয় যে আমরা কারও ধর্ম ও ভাষা, জাতি বদলাতে চাইছি।’ হিন্দুত্ব এবং ভাগবত বার্তা মিলেই এই দেশ আমাদের। আমরা আমাদের মহান পূর্বপুরুষদের বংশধর। আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও একসঙ্গে থাকতে হবে, এটাই হিন্দুত্ব।’

Exit mobile version