Site icon Jamuna Television

সরকারি অনুদান তছরূপের দায়ে গ্রেফতার কবি ও নির্মাতা টোকন ঠাকুর

সরকারি অনুদানের টাকা তছরূপের মামলায় কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নিউমার্কেট থানার ওসি এম এম কাইয়ুম জানান, টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ওসি জানান, ২০১৬ সালে তথ্য মন্ত্রণালয়ের করা মামলায় টোকন ঠাকুরের বিরুদ্ধে ৩ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর আদালত।

তথ্য মন্ত্রণালয়ের অনুদানে ২০১২-১৩ অর্থবছরে কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে ‘কাঁটা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। তবে নির্ধারিত সময়ে সে কাজ শেষ করতে না পারায় তার বিরুদ্ধে অনুদান তছরূপের মামলা করা হয়।

Exit mobile version