Site icon Jamuna Television

তৃতীয়দফা অস্ত্রবিরতিতে সম্মত হলো আর্মেনিয়া-আজারবাইজান

মানবিকতার খাতিরে তৃতীয়দফা অস্ত্রবিরতিতে সম্মত হলো আর্মেনিয়া-আজারবাইজান। রোববার যৌথ বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে বিবদমান পক্ষগুলো এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে কার্যকর হবে অস্ত্রবিরতি। এরফলে বিতর্কিত পার্বত্য এলাকায় সংঘাতে জড়ানো থেকে বিরত থাকবে প্রতিবেশী দেশগুলো। শনিবার থেকেই দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দফায়-দফায় সমঝোতা আলোচনায় বসছিলেন, মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্টিফেন বেইগান।

তিনি জানান, নাগোরনো-কারাবাখ অঞ্চলের দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধানের লক্ষ্যে ২৯ অক্টোবর থেকে শুরু হবে আবারও আলোচনা।

এর আগেও, দু’দফা অস্ত্রবিরতি লঙ্ঘন করে দেশ দুটি। মাসব্যাপী চলমান এ সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজারের বেশি মানুষ। তবে পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি।

ইউএইচ/

Exit mobile version