Site icon Jamuna Television

ঘরের মাঠে হোঁচট খেলো য়্যুভেন্টাস

অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে হেল্লাস ভেরোনার কাছে হোঁচট খেলো য়্যুভেন্টাস। মাস্তিনিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ক্রিস্টিয়ানো রোনালদো করোনা আক্রান্ত হওয়ায় তার অনুপস্থিতি ভালোই ভোগাচ্ছে তুরিনের বুড়িদের। সিরিআ’য় শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের মাঠেই হেল্লাস ভেরোনার কাছে হোঁচট খেয়েছে য়্যুভেন্টাস।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে নাটকীয় ম্যাচটার ১৬ মিনিটেই গোল উৎসব অতিথিদের। বল পাঠিয়েছিলেন সঠিক গন্তব্যে কিন্তু অফসাইডের কারণে এব্রিমা কোলির গোলটা গণনায় ধরেননি রেফারি।

৬০ মিনিটে দারুণ এক আক্রমণে ভেরোনা এগিয়ে যায়; গোল করেন স্ট্রাইকার আন্দ্রেয়া ফাভিল্লি। এর ১৭ মিনিট পর বদলী তরুণ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি পরাজয় কাটান।

টানা দুই আর সবমিলে তিন ম্যাচে পয়েন্ট হারানো য়্যুভেন্টাস ৯ পয়েন্ট নিয়ে পঞ্চমে। এমন বাজে অবস্থায় বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রোনালদোর দল।

ইউএইচ/

Exit mobile version