Site icon Jamuna Television

মোহনগঞ্জে গরু বাঁচাতে গিয়ে রেলে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রেল লাইনের হুকের সাথে বেঁধে রাখা গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী ২৬২ নং ডাউন লোকাল ট্রেনে কাটা পড়ে নিহত হন ওই বৃদ্ধা। নিহত আছিয়া বেগম মোহনগঞ্জ উপজেলার তালেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী।

স্থানীয় রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আছিয়া বেগম বেশ কিছু দিন আগে উপজেলার পানুর গ্রামে মেয়ে নার্গিসের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে নিহতের মেয়ের গরু রেল লাইনের হুকের সাথে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে যায়। বেঁধে রাখা গরুর দঁড়ি রেল লাইনের হুকের সাথে প্যাঁচ লেগে যায়। এমন সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নং লোকাল ট্রেন আসতে দেখে বৃদ্ধা গরুটিকে ধাক্কা দেয়। গরুটিকে বাঁচাতে পারলেও তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সমর বড়ূয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতনের সাথে কথা বলেছি। নিহত বৃদ্ধার মেয়ে নার্গিস এ ঘটনা নিজের চোখে দেখেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Exit mobile version