Site icon Jamuna Television

ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠাতে ডা. জাফরুল্লাহর আহ্বান

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি।

সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠাতে বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন সাংবাদিকরা হলেন সত্য অনুসন্ধানী সব সময় সত্য প্রকাশ করে। সরকারের ভুল নীতি, ভুল পথে অগ্রসর হওয়ার কারণে দেশকে বাধ্য করছে একটা ভুল পথে অগ্রসর হওয়ার জন্য বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version