Site icon Jamuna Television

যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ তারাই গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা: ওবায়দুল কাদের

যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা তারাই হচ্ছে গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি’র অপরাজনীতিই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার পথে বড় বাধা। বিএনপি নিরাপদ সড়ক আর কোটা বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে, সর্বশেষ ধর্ষণ বিরোধী সামাজিক আন্দোলনে ভর করে সরকারের পদত্যাগ চেয়েছিলো বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, সরকারের পদত্যাগের দাবি জানানোর কোনো প্রয়োজন নেই; সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

Exit mobile version