Site icon Jamuna Television

৩৪’শ কোটি ডলার পুঁজি সংগ্রহ করলো জ্যাক মা’র অ্যান্ট গ্রুপ

বিশ্বের সবচেয়ে বড় আইপিও থেকে ৩৪’শ কোটি ডলার পুঁজি সংগ্রহ করলো জ্যাক মা’র অ্যান্ট গ্রুপ। সোমবার প্রতিষ্ঠানটি একইসাথে হংকং এবং সাংহাইয়ের পুঁজিবাজারে নিবন্ধিত হয়।

৩ হাজার ৪১০ কোটি মার্কিন ডলারের বেশি মূলধন সংগ্রহ করেছে কোম্পানিটি। ফলে, সার্বিক বাজার মূল্যায়ন অর্জন হয়েছে প্রায় ৩১ হাজার কোটি ডলার।

বাজার অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় পুঁজিবাজার নিবন্ধনের রেকর্ড গড়েছে অ্যান্ট গ্রুপ। অনলাইনে আর্থিক সেবা ব্যবসার মালিকানা রয়েছে প্রযুক্তি কোম্পানিটির। সোমবার সাংহাই ও হংকংয়ের বাজারে তাদের প্রাইমারি শেয়ারের মূল্যে ছিল ৬৮ ইউয়ান বা ১০ ডলারের বেশি।

এর আগে পুঁজিবাজারে রেকর্ড মূলধন সংগ্রহের রেকর্ড ছিলো সৌদি আরবের জ্বালানি জায়ান্ট -আরামকোর। গত ডিসেম্বরে, ২ হাজার ৯৪০ কোটি ডলার পুঁজি সংগ্রহ করেছিলো প্রতিষ্ঠানটি।

Exit mobile version