Site icon Jamuna Television

বিচারপতি নিয়োগের লড়াইয়ে ট্রাম্পের জয়, নিয়োগ পেলেন ব্যারেট

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগমুহুর্তে বিচারপতি নিয়োগের লড়াইয়ে জয় হলো ডোনাল্ড ট্রাম্পের। চূড়ান্ত হলো সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি অ্যামি কোনি ব্যারেটের নিয়োগ।

সিনেটে ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ বিরোধিতার পরেও ৫২-৪৮ ভোটের ব্যবধানে অনুমোদন পায় ব্যারেটের নিয়োগ। রিপাবলিকান একজন সিনেটরও ভোট দেন ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে।

ভোটাভুটির পর সোমবার রাতেই ৪৮ বছর বয়সী নতুন বিচারপতিকে শপথ পড়ান মার্কিন প্রেসিডেন্ট। ফলে সুপ্রিম কোর্টে ৬-৩ ব্যবধানে এগিয়ে রিপাবলিকান পার্টি মনোনীত বিচারপতির সংখ্যা।

বলা হচ্ছে ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা নিয়ে কোনো বিরোধ তৈরি হলে সুপ্রিম কোর্টে সুবিধাজনক অবস্থানে থাকবেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের দাবি ছিলো, নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে শূণ্যপদে বিচারপতি নিয়োগ দেবেন।

Exit mobile version