Site icon Jamuna Television

ফরাসি রাষ্ট্রদূতকে তলব করতে পাক সরকারের প্রতি আহ্বান পাক সংসদের

ইসলামবিদ্বেষী মন্তব্য ও দেশে সরকারিভাবে মোহাম্মদ (সা) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়্যল ম্যাকরনের বিরুদ্ধে ক্ষোভ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তারই প্রেক্ষিতে এবার সংসদে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় সংসদ। খবর পাক গণমাধ্যম ডন’র।

পাক সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় স্থানেই ফ্রান্সের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানাতে একমত হয়।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এ সংক্রান্ত প্রস্তাব আনেন। এসময় ওয়াইসিভুক্ত দেশগুলির প্রতিও ফরাসি পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়।

সেইসাথে জাতিসংঘের নিকট ইসলামোফোবিয়াকে কেন্দ্র করে মুসলিম বিদ্বেষের দরুণ বিভিন্ন রাষ্ট্র মুসলিমরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতেও বলা হয়।

Exit mobile version