
দুই দেশের আইন ও বিচার বিভাগের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বৈঠক শেষে এ কথা জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
মঙ্গলবার সকালে গুলশানে আইনমন্ত্রীর বাসায় সৌজন্য বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁরা আলোচনা করেন। বৈঠকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভারত ও বাংলাদেশের আইন ও বিচার বিভাগের উন্নয়নে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
এসময় এক প্রশ্নের উত্তরে বিক্রম দোরাইস্বামী বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্য শিক্ষনীয়।
 
				
				
				
 
				
				
			


Leave a reply