Site icon Jamuna Television

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৯ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধার ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্যাঙ্কার উদ্ধার করলে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সোমবার রাত আড়াইটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, পারবর্তীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দু’টি সিগনাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এসময় বিকট শব্দে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ইঞ্জিনসহ ট্রেন দু’টির তিনটি বগি লাইন চ্যুত হয়। এতে খুলনার সাথে সকল ধরণের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Exit mobile version