Site icon Jamuna Television

ইতালির স্টেডিয়ামে আবারও দর্শক নিষিদ্ধ

আবারও দর্শকদের জন্য স্টেডিয়ামের দরজা বন্ধ করে দিতে বাধ্য হলো ইতালি। নতুন করে করোনার প্রবাহ বেড়ে যাওয়ায় ইতালি জুড়ে বিভিন্ন স্টেডিয়ামে হাজারখানেক দর্শকের প্রবেশের যে অনমুতি ছিল তা প্রত্যাহার করলো দেশটির সরকার।

বর্তমানে সারা ইউরোপ জুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় প্রবাহ চলছে যা প্রথম প্রবাহকে ছাড়িয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। তারই ধারাবাহিকতায় গত দুই দিনে ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।

গত মৌসুমে দর্শকবিহীন স্টেডিয়ামে সিরি-আ লিগ শেষ করা হয়েছিল। এরপর গত মাসে প্রতি স্টেডিয়ামে সর্বোচ্চ এক হাজার দর্শকের অনুমতি দেয় ইতালিয়ান সরকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য হতে হলো। আবারও কবে স্টেডিয়ামে দর্শক ফিরবে তা অনিশ্চিত।

Exit mobile version