Site icon Jamuna Television

চীনের হুমকি ঠেকাতে ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

চীনের হুমকি ঠেকাতে ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। সমর্থন দেবে, সার্বভৌমত্ব রক্ষার যেকোনো উদ্যোগে। ভারত সফরে এসে এ আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এসময় তার সাথে ভারত এসেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারও। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন পম্পেও এবং এসপার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য চরম হুমকি। বৈঠকে, প্রতিরক্ষা সম্পর্কের জন্য ‘বেসিক এক্সেচেঞ্জ এন্ড কোঅপারেশন এগ্রিমেন্ট’ বেকা চুক্তি সই করে দুই দেশ। অবশ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ থাকতে এই সফর ও চুক্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, আমরা একমত হয়েছি যে, চীনের কমিউনিস্ট পার্টি গণতন্ত্র কিংবা আইনের শাসনের জন্য হুমকি। চীনের যেকোনো হুমকি মোকাবেলায় আমরা সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি।

Exit mobile version