Site icon Jamuna Television

এএফসির দশক সেরা গোলের তালিকার সোহেলের সেই গোল

এএফসির দশক সেরা গোলের তালিকার শীর্ষ ১৬-তে জায়গা করে নিয়েছে আবাহনীর ফুটবলার সোহেল রানার গোল।

সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের ফুটবলার খায়রুল নিজামকে হারিয়েছেন বিপুল ভোটে। সোহেল রানা পেয়েছেন ৮০ শতাংশেরও বেশি ভোট। গেলো বছর এএফসি কাপে আবাহনীর হয়ে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে গোলটি করেন তিনি। যা এএফসির সপ্তাহের সেরা গোল নির্বাচিত হয়।

এবার দশক সেরা গোলের শীর্ষ ষোলোতে জায়গা করে নিয়েছে। আর দশক সেরা গোল নির্বাচিত করতে একটি সূচি দিয়েছে এএফসি। সেরা ৩২ থেকে সেরা ১৬, এরপর পর্যায়ক্রমে সেরা আট ও সেরা চার থেকে নেমে আসবে সেরা দুইয়ে। এরপরই নির্বাচিত হবে এএফসির দশক সেরা গোল। পুরো প্রক্রিয়াটাই নির্ভর করবে সমর্থকদের ভোটের ওপর। এই রাউন্ডে মঙ্গলবার পর্যন্ত ভোট দেয়া যাবে। এএফসি ডটকমে গিয়ে ভোট দেয়ার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।

ইউএইচ/

Exit mobile version