Site icon Jamuna Television

মোহাম্মদপুরে ভাঙ্গারির দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৭

রাজধানীর মোহাম্মদপুরে ভাঙ্গারির দোকানে বিস্ফোরণের ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন। মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দোকানটির মালিকসহ ৭ জন দগ্ধ হয়েছেন।

আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের দেহের ২০ থেকে ৭৫ শতাংশই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালী।

ভাঙ্গারির দোকানের মালিক আব্দুল আলীম জানিয়েছেন, দুপুর দু’টার দিকে পারফিউমসহ বিভিন্ন ধরনের বোতল কমপ্রেসর মেশিনে প্রেস করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইউএইচ/

Exit mobile version