Site icon Jamuna Television

এমএলএম ব্যবসার নামে প্রতারণা: গ্রেফতার ৩

এমএলএম ব্যবসার নামে প্রায় ছয় কোটি টাকা আত্মসাৎকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এরা হচ্ছে গাজী মহিউদ্দিন, আনিছুর রহমান ও হারুনুর রশিদ।

রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে পল্লবী থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

সিআইডি জানায়, সোপান প্রোডাক্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে গেলো আট মাসে এই টাকা আত্মসাৎ করা হয়। বিভিন্ন পর্যায়ে ২৫০ ভাগ লভ্যাংশ দেয়ার নাম করে প্রায় দেড় হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ছয় কোটি টাকা আদায় করে চক্রটি। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টে রক্ষিত প্রায় ষাট লক্ষ টাকা উদ্ধার করা হয়।

ইউএইচ/

Exit mobile version