Site icon Jamuna Television

করোনার কাছে হার মেনেছেন ট্রাম্প: বাইডেন

করোনার কাছে হার মেনেছেন ট্রাম্প: বাইডেন

করোনা মহামারির কাছে হার মেনেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রিপাবলিকান দুর্গ খ্যাত জর্জিয়ায় নির্বাচনী প্রচারণায় এমন মন্তব্য- ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের।

এদিন নেব্রাস্কা-মিশিগানসহ তিনটি অঙ্গরাজ্যে প্রচারণা চালান ট্রাম্প। আশ্বাস দেন অর্থনীতি পুনরুদ্ধারের।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে, বিভিন্ন জনমত জরিপে এখনও ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে আছেন বাইডেন। কিন্তু অ্যারিজোনা, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়ার মতো ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে প্রতিযোগিতা চরমে।

এর মধ্যে ১৯৯২ সালের পর কোনো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠতা পাননি জর্জিয়ায়। যদিও জরিপে ইঙ্গিত, দক্ষিণাঞ্চলীয় রাজ্যটিতে অনেক রিপাবলিকান সমর্থকই এবার ঝুঁকেছেন ডেমোক্র্যাট শিবিরের দিকে।

এদিকে, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে রেকর্ড সাত কোটি মার্কিনী দিয়েছেন আগাম ভোট।

Exit mobile version