Site icon Jamuna Television

ইরফান ও তার দেহরক্ষী সেলিমের রিমান্ড শুনানি আজ

ইরফান ও তার দেহরক্ষী সেলিমের রিমান্ড শুনানি আজ

ফাইল ছবি।

নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যার চেষ্টার মামলায় এমপি হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের রিমান্ড শুনানি আজ।

রিমান্ড শুনানির জন্য ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয়েছে ইরফান সেলিমকে। ঢাকার মহানগর হাকিম আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। ইরাফানের পাশাপাশি তার বডিগার্ড মোহাম্মদ জাহিদেরও ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে গতকাল রিমান্ড ও গ্রেফতার বিষয়ে শুনানির জন্য আবেদন জানায় পুলিশ।

গত সোমবার ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার চেষ্টার ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খান। এ মামলার আসামিরা হলেন−ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, এবি সিদ্দিক দীপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরও কয়েক জন। এ মামলায় দীপু তিন দিন ও মিজানুর একদিনের রিমান্ডে রয়েছেন। গত ২৬ অক্টোবর মামলা দায়েরের পর দুপুরে পুরান ঢাকায় চকবাজারে হাজি সেলিমের বাসায় অভিযান চালায় র‍্যাব।

Exit mobile version