Site icon Jamuna Television

ইঞ্জিন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

ইঞ্জিন লাইনচ্যুত, উত্তরবঙ্গে সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, সকাল পৌনে ১১টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশন ত্যাগ করে আউটার সিগন্যাল এলাকা অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উভয় দিকে বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে আছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইটে তুলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Exit mobile version