Site icon Jamuna Television

চীনের সাথে উত্তেজনার মধ্যেই সামরিক চুক্তিতে স্বাক্ষর করলো ভারত-যুক্তরাষ্ট্র

চীনের সাথে উত্তেজনার মধ্যেই সামরিক চুক্তিতে স্বাক্ষর করলো ভারত-যুক্তরাষ্ট্র

চীনের সাথে উত্তেজনার মধ্যেই, স্পর্শকাতর স্যাটেলাইট তথ্য আদান-প্রদানে সামরিক চুক্তিতে স্বাক্ষর করলো ভারত-যুক্তরাষ্ট্র।

চুক্তি অনুযায়ী, নির্ভুল লক্ষ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য হামলা নিশ্চিতে কাজে আসবে এসব তথ্য।

মঙ্গলবার দিল্লিতে, ‘টু প্লাস টু’ শীর্ষ পর্যায়ের বৈঠকে আসে এ চুক্তির ঘোষণা। বলা হয়, দু’দেশের বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষায় নতুন দিনের সূচনা হবে এ চুক্তির ফলে।

এর আগে ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার, বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীনের সাম্যবাদী সরকার গণতন্ত্র, আইনের শাসন আর স্বচ্ছতার পথ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এ অবস্থায় দেশটির কারণে সম্ভাব্য সব ঝুঁকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ভারত ঐক্য বড় সুখবর।

অপরদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, উত্তর সীমান্তে সম্প্রতি বেপরোয়া আক্রমণের শিকার হয়েছে ভারত। এরকম সময়ে এ চুক্তি আমাদের জন্য বড় অর্জন। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Exit mobile version