Site icon Jamuna Television

মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর বাজার পাড়ায় জুয়েল শেখ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়। সে উপজেলার কাকুড়িয়াডাঙ্গা আবাসন প্রকল্পের বাসিন্দা।

জানা যায়, জুয়েল শেখ হাটফাজিলপুর বাজার পাড়ায় মধু সংগ্রহ করতে একটি দেবদার গাছে ওঠে। এ সময় গাছ থেকে পার্শ্ববর্তী একটি বাঁশ ঝাড়ের উপর পড়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version