Site icon Jamuna Television

জবানবন্দিতে এএসআই রাহেনুলের সম্পৃক্ততার কথা জানায় ভুক্তভোগী

রংপুরে অপহৃত কলেজছাত্রী উদ্ধার ঢাকার মুগদা থেকে

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন দুই আসামি বাবুল হোসেন ও আবুল কালাম আজাদ।

বিকেলে রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারাগাছ আমলী আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। এরআগে, একই আদালতে ভুক্তভোগীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। এতে মামলার দুই নম্বর আসামি এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুর সম্পৃক্ততার কথা জানায় ভুক্তভোগী। পর তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পিবিআই।

এর আগে, এ মামলায় সুমাইয়া পারভীন মেঘলা ও সম্পা বেগমকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে এই মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, হারাগাছে দশম শ্রেণির শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এ এস আই রাহেনুল। পরে মেঘলার ভাড়া বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

Exit mobile version