Site icon Jamuna Television

কাল আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ার ঘোষণা

শিক্ষার্থীদের ঝুঁকির কথা বিবেচনা করে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও একদফা বাড়ানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ছুটি কত দিন বাড়ানো হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয় নি।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসে কতদিন ছুটি বাড়ানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ‘বর্তমান অবস্থায় স্কুল-কলেজ খোলা সম্ভব না, তাই চলমান ছুটি আরও বৃদ্ধি করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে। তবে ছুটি কত দিন বাড়বে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত এ বিষয়ে জানানো হবে।

Exit mobile version