Site icon Jamuna Television

দোকানগুলো থেকে ফরাসী পণ্য সরিয়ে তুর্কি পণ্য উঠাচ্ছে কুয়েত

হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় প্রতিবাদের অংশ হিসেবে ফরাসি পণ্যের পরিবর্তে তুর্কি পণ্য কেনার জন্য একটি প্রচার শুরু করেছে কুয়েত। উপসাগরীয় এলাকার টুইটার ব্যবহারকারীরা গ্রাহকদের ফরাসি পণ্যগুলো বয়কট করার জন্য কিছু ছবি পোস্ট করেছিলেন। পরে, কুয়েতের মূল দোকানগুলো বয়কট প্রচারের প্রতিক্রিয়ায় তাদের দোকান থেকে ফরাসি পণ্যগুলি সরিয়ে দিয়েছে। খবর তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের।

তবে ফরাসি পণ্য বয়কট করার জন্য রাষ্ট্রীয়ভাবে কুয়েত সরকার কোন পদক্ষেপ নেয়নি। রবিবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ আল নাসের আল সাবাহ ফরাসী রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করেছেন এবং সরকারি ও রাজনৈতিক বক্তৃতায় ইসলাম ও নবীদের বিরুদ্ধে সকল বিদ্ধেষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক দিন ধরে ফ্রান্সে হযরত মোহাম্মদ (সা.) কে অপমান করা কার্টুনের ঘটনাটি ইসলামী বিশ্বজুড়ে ক্রোধ ও বিক্ষোভের জন্ম দেয়। যার প্রতিবাদে ফরাসি পণ্য বর্জন করার জন্য কয়েকটি দেশে প্রচারণা শুরু করা হয়েছে।

Exit mobile version